Agriculturelearning

আলুর দাঁদ রোগ ও রোগের লক্ষণ। সমন্বিত দমন ব্যবস্থাপনা

Please don't forget to share this article

আলুর দাঁদ রোগ ষ্ট্রেপ্টোমাইসিস ষ্কেবিজ (Streptomyces scabies) নামক জীবাণুর আক্রমণে হয়ে থাকে। এ রোগটি  আলুর বীজ ও মাটি বাহিত একটি  মারাত্মক রোগ। এই রোগে আক্রান্ত আলু কখনই বীজ আলু হিসেবে ব্যবহার করা যাবে না।

অনুকূল আবহাওয়া ও রোগের উৎস: উচ্চ তাপমাত্রা এবং উচ্চ আর্দ্রতা এ রোগ বিস্তারে সহায়ক। কোন পোষক গাছ ছাড়াই এ রোগের জীবাণু মাটিতে পাঁচ (৫) বছরের অধিক কাল পর্যন্ত বেঁচে থাকতে পারে। সাধারণত গাছে টিউবার আসার সময় কম পক্ষে ৩০ দিন পর্যন্ত যদি জমিতে পর্যাপ্ত রস না থাকে অথবা আলু গাছের বয়স ৬৫ দিন পর যদি জমিতে অতিরিক্ত রস থাকে তাহলে এ রোগটি বেশি হয়। বিভিন্ন প্রকার ফসল যেমন মূলা, গাজর, শালগমে এই রোগের জীবাণু বহুদিন বেঁচে থাকে।

রোগের লক্ষণ : দাঁদ রোগের হালকা আক্রমণে আলুর টিউবারের উপরে উঁচু অমসৃণ বিভিন্ন আকারের বাদামী খসখসে দাগ পড়ে। আক্রমণ বেশি হলে পুরো টিউবারই দাগে ভরে যায় এবং অনেক সময় দাগগুলো দেবে যায়। রোগের আক্রমণ সাধারণতা ত্বকের মধ্যেই  সীমাবদ্ধ থাকে।

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ

উৎসঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

We are sorry that this post was not useful for you!

Let us improve this post!

Please don't forget to share this article