Agriculturelearning

গণভবন-সংসদের লুটের মালপত্র অনেকেই ফিরিয়ে দিচ্ছেন

Please don't forget to share this article

ছাত্র-জনতার অবিস্মরণীয় গণ-অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এমন খবর ছড়িয়ে পড়লে উল্লসিত বিক্ষোভকারীরা শেখ হাসিনার বাসভবন গণভবন এবং জাতীয় সংসদে ঢুকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে উল্লাস করেন এবং লুটপাট চালান। কেউ কেউ আবার সেসব ছবি ও ভিডিও ফেসবুকেও শেয়ার করেছেন।

তবে লুটপাট চলাকালে অনেককে আবার বাধা দিতে দেখা যায়। তারা বলছিলেন, এগুলো রাষ্ট্রীয় সম্পদ। এমন ঘটনায় দেশজুড়ে বেশ সমালোচনা শুরু হয়। পরে বিবেকের তাড়নায় অনেকেই সেই মালামাল ফিরিয়ে দিচ্ছেন।

জানা গেছে, কয়েকজন শিক্ষার্থী লুট হওয়া জিনিসপত্র ফিরিয়ে নিতে সেখানে স্বেচ্ছাসেবীর কাজ করছেন। একজনের হাতে প্ল্যাকার্ডে লেখা এখানে গণভবন ও সংসদ ভবনের জিনিসপত্র গ্রহণ করা হচ্ছে।

স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা জানান, লুট হওয়া বেশ কিছু সামগ্রী লোকজন ফেরত দিয়ে গেছেন। আমাদের বিভিন্ন টিম কাজ করছে। তারাও বিভিন্ন জায়গায় থেকে মালামাল ফেরত আনার চেষ্টা করছেন।

এদিকে, গণভবন ও সংসদ ভবন দেখতে মঙ্গলবারের মতো উৎসুক মানুষের ভিড় আজ (বুধবার) তেমন একটা দেখা যায়নি। যারা এসেছেন তারা ভেতরে প্রবেশ করতে পারেননি। এসব স্থাপনার দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনী ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদস্যরা। তাদের সহযোগিতায় রয়েছেন শিক্ষার্থীরা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

We are sorry that this post was not useful for you!

Let us improve this post!

Please don't forget to share this article