Agriculturelearning

বনসাই (Bonsai) তৈরির পদ্ধতি, গঠন, শ্রেনীবিভাগ এবং স্টাইলসমূহ

Please don't forget to share this article

বনসাই (Bonsai) একটা জাপানী শব্দ। বন (Bon) অর্থ থালা জাতীয় অগভীর পাত্র এবং সাই (Sai) অর্থ গাছ। এর ইরেজী অর্থ Tree in a Tray । এর অর্থ একটি সামঞ্জস্যপূর্ণ থালা জাতীয় অগভীর পাত্রে একটি বৃক্ষকে ছোট আকারে সুন্দর জীবন্ত প্রতিকৃতিকে লালন করা। এটা একটা জীবন্ত আর্ট। বয়স বাড়ার সাথে সাথে এর সৌন্দর্য বাড়ে।

বনসাই এর প্রথম প্রচলন হয় খৃষ্ট জন্মের অনেক আগে। ইউরোপে বনসাই চর্চা বেশি হলেও বনসাই তৈরির আদি স্থান চীন ও জাপান। দ্বাদশ শতাব্দীতে জাপানে বনসাইয়ের প্রচলন হয়।  সম্প্রতি আমাদেরে দেশে বনসাই এর জনপ্রিয়তা বেড়ে চলেছে। ছায়ায় বা হালকা ছায়ায় বনসাই ভালো হয়। তাই আজকাল ইউরোপে বনসাইকে Indoor Bonsai বলা হয়।

ছায়াঘরে বনসাই ভালোভাবে করা যায়। তবে শীতকালে সরাসরি রোদ পাওয়া দরকার। তখন গাছের পাতা কমে গেলেও গাছকে রোদ খাওয়ানো দরকার। বনসাই এর উচ্চতা ১৫-১২০ সেমি পর্যন্ত হয়ে থাকে। ১৫ সেমি উচ্চতার বনসাইকে মেইম বা মিনি বনসাই বলে। কেবল থালা জাতীয় গাছ থাকলেই তাকে বনসাই বলা যাবে না। একটি বনসাই এর মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থাকতে হবেঃ-
ক) গাছটি যত বয়স্ক হোক না কেন, আকারে বামন হতে হবে।
খ) শিকড়ে, কান্ডে, গুড়িতে, ছালে-বাকলে, শাখা-প্রশাখায়, পত্রে-পুষ্পে-ফলে এবং ভঙ্গিমায় একটি প্রাচীন বৃক্ষের স্বাক্ষর বহন করবে।
গ) সব মিলিয়ে সেটি হবে প্রকৃতির বুকে বেড়ে ওঠা মহীরূহের ক্ষুদ্র সংস্করণ।
ঘ) টবের আকার, আকৃতি, রং এবং গাছটি মিলে একটি পরিপূর্ণ শিল্প হয়ে উঠবে।
ঙ) বনসাই বিশেষজ্ঞদের সৃষ্ট কিছু ব্যাকারণ বনসাই এর শরীরে থাকতে হবে।

শ্রেনীবিভাগঃ সাধারণত বনসাই এর আকার, আকৃতি, উচ্চতা. সংখ্যা ও পটের উপর কান্ডের অবস্থান এবং শাখাপ্রশাখার বিন্যাসের উপর ভিত্তি করে বনসাই এর শ্রেণীবিভাগ করা হয়।
বনসাই কে দু’ভাগে ভাগ করা যায়ঃ-
(১) সাইকেই(Saikei)– থালা জাতীয় টবে গাছপালা পাহাড় পর্বত নদী ঝরণা ইত্যাদি সহকারে একটি আকর্ষণীয় ভূমিরূপ তৈরি করাকে সাইকেই বলে। এটি উদ্ভিদ ও জড় পদার্থের সমন্বয়ে করা হযে থাকে।
(২) সুইসেকি(Suiseke)– সুইসেকি হলো থালা জাতীয় টবে কেবল জড় পদার্থ দিয়ে তৈরি ভূমিরূপ।

বনসাই স্টাইলঃ

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

We are sorry that this post was not useful for you!

Let us improve this post!

Please don't forget to share this article