Agriculturelearning

মৌমাছি পালনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম। মধু সংগ্রহের পদ্ধতি

Please don't forget to share this article

তৃতীয় খণ্ড

মৌমাছিকে তাদের প্রাকৃতিক পরিবেশ থেকে এনে মৌচাকের উপযোগী পরিবেশ সৃষ্টি করে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পালন করাকেই বলা হয় মৌমাছি পালন। কাঠের বাক্সে সামঞ্জস্য রেখে মৌমাছি পালনই আধুনিক মৌমাছি পালন ব্যবস্থা

মৌমাছি পালনের সরঞ্জামঃ মৌমাছি পালনের জন্য স্থায়ী ও কাঁচামাল উভয় ধরণের জিনিস দরকার হবে।

উপকরণ পরিমাণ প্রাপ্তিস্থান
কাঠের বাক্স ২টি বিসিক, প্রশিকা বা মৌচাষের সাথে সংশ্লিষ্ট সংস্থা/ব্যক্তি/প্রতিষ্ঠান
টুল বা স্ট্যান্ড ২টি বিসিক, প্রশিকা বা মৌচাষের সাথে সংশ্লিষ্ট সংস্থা/ব্যক্তি/প্রতিষ্ঠান
মধু সংগ্রহের মেশিন ১টি বিসিক, প্রশিকা বা মৌচাষের সাথে সংশ্লিষ্ট সংস্থা/ব্যক্তি/প্রতিষ্ঠান
ধোঁয়া যন্ত্র ১টি বিসিক, প্রশিকা বা মৌচাষের সাথে সংশ্লিষ্ট সংস্থা/ব্যক্তি/প্রতিষ্ঠান
মুখোশ, গ্লাভস্ বা হাত মোজা ১টি ঔষধের দোকান
হাতুড়ী ১টি হার্ডওয়ারের দোকান
নেট বা জাল   হার্ডওয়ারের দোকান
বালতি   হার্ডওয়ারের দোকান
কাঁচের বোতল/কৌটা ৫/৬টি বাসন-পত্রের দোকান
জলকান্দা ৪টি মাটির জিনিসপত্রের দোকান
ছুরি বা চাকু ১টি স্টেশনারি দোকান

কাঁচামালঃ  

উপকরণ পরিমাণ প্রাপ্তিস্থান
চিনি ১ কেজি মুদির দোকান
কাপড় ১.৫ গজ কাপড়ের দোকান
ছাকনি ১টি বাসন-পত্রের দোকান

মৌমাছি পালনের প্রয়োজনীয় কিছু সরঞ্জামের সংক্ষিপ্ত বিবরণঃ

মৌ-বাক্সআম, জাম, কাঁঠাল বা কেরোসিন কাঠ দিয়ে মৌ-বাক্স তৈরি করতে হবে। সিজন করা কাঁঠাল কাঠ দিয়ে মৌ-বাক্স তৈরি করলে কাঠ শুকিয়ে বাঁকা হয়ে যায়না এবং ঘুন ধরে না। মৌ-বাক্সের বিভিন্ন অংশের বর্ণনা নিচে দেয়া হলো :

পাটাতন

 আতুর বা বাচ্চা ঘর

 মধুঘর

কাঠের ফ্রেম

ডামি বোর্ড

ডিভিশন বোর্ড

ভেতরের ঢাকনা

ছাদ বা উপরের ঢাকনা

মৌচাক

মৌচাক হলো মৌমাছির বসবাসের জায়গা। মৌমাছি এই চাকে ডিম পাড়ে, বাচ্চা লালন-পালন করে এবং মধু জমা করে। স্থানভেদে মৌমাছি পালকেরা বিভিন্ন ধরণের মৌচাক ব্যবহার করে থাকেন। বিভিন্ন জিনিস দিয়ে মৌচাক তৈরি করা যায়:

 মৌমাছি পালনের বিবেচ্য বিষয়

মৌ-বাক্স বসানোর পদ্ধতি

 মৌমাছি ধরা ও বাক্সে রাখার নিয়ম

 মৌ কলোনির যত্ন

 মৌমাছির রোগ ও চিকিৎসাপূর্ণবয়স্ক মৌমাছির আমাশয় ও পক্ষাঘাত এ দু’ধরণের রোগ হয়। আমাশয় হলে মৌমাছি ঘন ঘন হলুদ রঙের পায়খানা করে দূর্বল হয়ে যায়। পক্ষাঘাত হলে মৌমাছির পা, পাখা নাড়াতে পারেনা। উড়ার ক্ষমতা হারিয়ে ফেলে।

প্রতিকার

মৌচাক পরীক্ষার পদ্ধতি

মৌচাক সংগ্রহের পদ্ধতি

মধু সংগ্রহ করা পদ্ধতি

মধু পরিষ্কার ও সংরক্ষণ করার পদ্ধতি

মৌমাছি পালনের ক্ষেত্রে এ বিষয়ে অভিজ্ঞ কারো কাছ থেকে মৌমাছি পালনের বিস্তারিত জেনে নিতে হবে। এছাড়া মৌমাছি পালন সংক্রান্ত কোন তথ্য জানতে হলে স্থানীয় কৃষি সম্পদ অধিদপ্তরের ইউনিয়ন পর্যায়ে কৃষি কর্মকর্তা অথবা উপজেলা কৃষি সম্পদ অফিসে যোগাযোগ করা যেতে পারে। এছাড়া বাংলাদেশ সরকারের কৃষি গবেষণা কেন্দ্রের কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (বিসিক)- এ ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করবে। এসব প্রশিক্ষণ কেন্দ্র নির্ধারিত ফি এর বিনিময়ে  প্রশিক্ষণ দিয়ে থাকে। মৌমাছি আমাদের মধু, মোম সরবরাহ করার পাশাপাশি ফুলের পরাগায়নের মাধ্যমে ফসলের উৎপাদন বাড়ায়। তাই অল্প খরচে বসত বাড়ির যে কোন জায়গায় মৌমাছি পালন করে অধিক লাভবান হওয়া সম্ভব।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

We are sorry that this post was not useful for you!

Let us improve this post!

Please don't forget to share this article