লিচুর ফল ছিদ্রকারী পোকা (Litchi fruit borer) লিচুর অন্যান্য পোকামাকড়ের চেয়ে তুলনামূলক বেশি ক্ষতিকর। সাধারণত কুশি পর্যায়ে এর আক্রমণ দেখা যায়। তবে গাছের আগা, ডগা ও পাতায় এরা বেশি আক্রমণ করে। এই পোকার লার্ভা স্তর বেশি ক্ষতিকর।
লক্ষণঃ
- ফলের বাড়ন্ত অবস্থায় পূর্ণ বয়স্ক পোকা বোঁটার কাছে খোসার নীচে ডিম পাড়ে।
- ডিম থেকে লার্ভা বের হয়ে বোঁটার কাছে ছিদ্র করে ভিতরে ঢোকে নরম অংশ খায় এবং বীজকে আক্রমণ করে।
- পরে ছিদ্রের মুখে বাদামী রঙের এক প্রকার করাতের গুড়ার মত পোকার মল জমে স্থানটি কলো হয়ে যায়।
- পরবর্তীতে ফলের গুটি পচে যায় এবং অপরিপক্ক, পরিপক্ক ফল ঝড়ে যায়।
- লিচুর এই পোকার আক্রমণ জানুয়ারি-মে মাসে দেখা যায়।
- এই পোকার আক্রমণ বেশি মাত্রায় হলে ফল নষ্ট হয়ে যায় এবং বাজার মূল্য কমে যায় ।
দমন ব্যবস্থাপনা:
- লিচু বাগান ও গাছ সবসময় পরিস্কার-পরিছন্ন রাখতে হবে এবং বছরে অন্তত দুইবার সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে।
- বর্ষা
মৌসুম শেষে গাছের অপ্রয়োজনীয়, মৃত, অর্ধমৃত ডালপালা ছাঁটাই করে আলো
বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে। - আক্রান্ত ফল সংগ্রহ করে নষ্ট বা পুতে ফেলতে হবে।
- লিচু গাছ তলায় শুকানো খড়ে আগুন দিয়ে তাতে ধুপ দিয়ে ধোঁয়া দিতে হবে । এতে এ পোকা মথ বা কীড়া বিতড়িত হবে । ফলে লিচুর মধ্যে ডিম পারবে না।
- বোম্বাই জাতে এই পোকার আক্রমণ বেশি হয়। তাই আক্রমণ প্রবণ এলাকায় চায়না-৩ জাত রোপণ করতে হবে।
- গাছে
মুকুল আসার পূর্বে ১ম বার, ফল মটর দানার মত হলে ২য় বার
এবং মার্বেল দানার মত হলে ৩য় বার অনুমোদিত কীটনাশক স্প্রে করলে ভাল ফলাফল পাওয়া যায়। - আক্রমণ বেশি হলে সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক ( যেমন: কট/রিপকর্ড/সিমবুস/ ফেনম/ এরিভো/ রেলোথ্রিন ১০ ইসি ১মিলি/ লিটার পানিতে অথবা ট্রেসার ৪৫ এসসি ০.৪ মিলি/লিটার অথবা সুমিথিয়ন বা সবিক্রণ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ১০ দিন পরপর ২-৩ বার পুরো গাছে স্প্রে করতে হবে।
বিঃদ্রঃ বালাইনাশক স্প্রে করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে।
How useful was this post?
Click on a star to rate it!
We are sorry that this post was not useful for you!
Let us improve this post!
Thanks for your feedback!