পার্চিং পদ্ধতি দ্বারা ফসলের জমিতে ক্ষতিকর পোকা দমন
পার্চিং পদ্ধতি বাংলাদেশে বহুল আলোচিত ও পরিচিত একটি পদ্ধতি। চারা রোপণকৃত ধানের জমিতে বাঁশের কঞ্চি, গাছের ডাল, খুঁটি পুতে দিয়ে পাখিকে বসার জায়গা করে দেওয়ায়ই হলো পার্চিং। এসব খুঁটিতে পাখি বসে খুব সহজেই ক্ষতিকর পোকার মথ, কীড়া এমনকি ডিমের গাদা খেয়ে পোকার গুটি নষ্ট করে ক্ষতিকর পোকা দমন করে থাকে। তবে ইদানিং ধৈঞ্চা গাছকে লাইভ পার্চিং হিসেবে ব্যবহার করা হচ্ছে। পার্চিং এর মাধ্যমে সাধারণত ধানের মাজরা পোকা দমন করা যায়। ধানের জমিতে বিঘা প্রতি ৫-৭ টি পার্চিং বা খুঁটি পুতা যায়।
পরিশেষে বলা যায়, পার্চিং একটি পরিবেশবান্ধব পদ্ধতি। কেননা পার্চিং ব্যবহারের ফলে জৈব উপায়ে অনেক ক্ষতিকর পোকা দমন হয়ে থাকে। ফলে ধানের জমিতে কীটনাশকের ব্যবহার কমে যায়। তাই ফসল উৎপাদনের খরচও কমে আসে।
834 total views, 1 view today
How useful was this post?
Click on a star to rate it!
We are sorry that this post was not useful for you!
Let us improve this post!
Thanks for your feedback!